দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

হাবিপ্রবিতে প্রজেক্ট হাব-২০১৭ অনুষ্ঠিত
মোফাচ্ছিলুল মাজেদ আগস্ট ৮, ২০১৭, ২:৩৫ অপরাহ্ণ | পড়া হয়েছে ৭৬০ বার |

দিনাজপুর বার্তা২৪.কম :-  হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(হাবিপ্রবি) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইন্জিনিয়ারিং ক্লাবের উদ্যোগে তৃতীয়বারের মত অনুষ্ঠিত হল প্রজেক্ট হাব-২০১৭ । আজ সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ আলী ভবনের দ্বিতীয় তলায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মু. আবুল কাশেম ।

তারপর প্রথম বর্ষের শিক্ষার্থীদের  প্রজেক্ট নিয়ে সাজানো ২৮টি  পরিদর্শন করেন   উপাচার্য । এরপর সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতিত্ব করেন ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইন্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান জামিল সুলতান ও একই বিভাগের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড  ইন্জিনিয়ারিং অনুষদের ডীন মু. আব্দুল্লাহ আল মামুন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মু. আবুল কাশেম। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খালিদ হোসেনসহ সিনিয়র শিক্ষকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “আমি প্রজেক্টগুলো দেখে খুশি হয়েছি, এবং আশা করছি আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও সফলতার সাথে বড় ধরণের আবিষ্কার করবে”। তিনি এই বিভাগের সকল প্রকার সহযোগীতার আশ্বাস দেন ।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ৭৮ জন শিক্ষার্থী এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেন

 

 

এই পাতার আরো খবর -
৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৩ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৪ পূর্বাহ্ণ
আছরবিকাল ৩:৩৮ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:১৪ অপরাহ্ণ
এশা রাত ৬:৩৫ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়