ঢাকামঙ্গলবার , ৫ ডিসেম্বর ২০১৭
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান প্রফেসর আবু বকর সিদ্দিক।

মোফাচ্ছিলুল মাজেদ
ডিসেম্বর ৫, ২০১৭ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা২৪.কম : ৩ মাস পর মঙ্গলবার দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন প্রফেসর মোঃ আবু বকর সিদ্দিক।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করেন দিনাজপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু বকর সিদ্দিক। ৫ সেপ্টেম্বর চেয়ারম্যানের পদ শূন্য হওয়ার ৩ মাস পর তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে  চেয়ারম্যান নিযুক্ত হন। দায়িত্ব গ্রহণের পর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত সচিব মোঃ তোফাজ্জুর রহমানসহ কর্মকর্তাগণ নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান।

বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ আহসানুল হক মুকুল ও সাধারণ সম্পাদক মোঃ মাতলুবুল মামুনসহ নেতৃবৃন্দ, শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ আজিজুল হক শাহ ও সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানীসহ ইউনিয়নের কর্মকর্তারা নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।