দিনাজপুর বার্তা২৪.কম :- দিনাজপুরে অস্বচ্ছল মেধাবী ৯০ জন শিক্ষার্থীদের মাঝে ৪ লক্ষ ৭১ হাজার ৯শ বৃত্তি প্রদান করা হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে আমেরিকা ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন দি অপটিমিস্টস জেলা শাখার আয়োজনে ৯০ জন অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৪ লক্ষ ৭১ হাজার ৯শ টাকার বৃত্তি প্রদান করেন প্রধান অতিথি হুইপ ইকবালুর রহিম এমপি।
নিউইয়র্ক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন দি অপটিমিস্টস দিনাজপুর জেলা কমিটির ডিস্ট্রিক্ট ডিরেক্টর ও জেলা পরিষদ সদস্য ফয়সল হাবিব সুমন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহমান, দি অপটিমিস্টস জেলা কমিটির প্রজেক্ট ডিরেক্টর সিরাজাম মনিরা, দি অপটিমিস্টস বাংলাদেশের জেনারেল সেক্রেটারী এ কে এম সাইদুল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, হাসমিন লুনা প্রমুখ।
দিনাজপুর জেলার ৪৫ জন ও রংপুর অঞ্চলের ৪৫জনসহ মোট ৯০ জন অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৪ লক্ষ ৭১ হাজার ৯’শ টাকার বৃত্তি প্রদানের নগদ অর্থ শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।