দিনাজপুর বার্ত২৪.কম : বর্ণাঢ্য আয়োজনে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাবিপ্রবি ডিবেটিং সোসাইটির ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকাল ৩টায় এক বর্ণাঢ্য র্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র্যালি শেষে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম-২ এ আলোচনা সভা ও প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম তাঁর বক্তব্যে বলেন, ভালো তার্কিক হতে হলে জানা ও শেখার আগ্রহ থাকতে হবে। তোমরা এ বিশ্ববিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতার পাশাপাশি আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার জন্য নিজেদেরকে তৈরি করবে।ডিবেটিং সোসাইটি অব হাবিপ্রবি’র সভাপতি আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান এবং ডিবেটিং সোসাইটি অব হাবিপ্রবি’র চীফ অ্যাডভাইজার প্রফেসর ড. শ্রীপতি সিকদার।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।