হাবিপ্রবি, দিনাজপুরঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজনেস স্টাডিজ অনুষদ ও রিপেয়ার বাংলাদেশ এর যৌথ ব্যবস্থাপনায় “লিডারশিপ প্রিপারেশন ফর ফিউচার কেরিয়ার” কার্টিসি অ্যান্ড মেনারস, ইমপরটেন্স অব রেভিনিউ ফর দা ডেভেলপমেন্ট অব বাংলাদেশ” প্রেরণমূলক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম-২, এ অনুষ্ঠিত প্রেরণমূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম। বিজনেস স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. শেখ মোস্তাক আহম্মদ-এর সভাপতিত্বে উক্ত সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মো. বজলুল কবীর ভূঁইয়া (ডিরেক্টর জেনারেল বিসিএস ট্যাক্স)। প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন জ্ঞান অর্জনের জন্য আমাদের প্রত্যেকের পজেটিব চিন্তাভাবনা থাকা উচিৎ। উন্নয়নের জন্য লিডার শীপ এর কোন বিকল্প নাই। দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে যখন যেখানে ভাল লিডার শীপ দেখতে পাওয়া গিয়েছে সেখানে ততই বেশি উন্নয়ন দেখা গিয়েছে। এমন সেমিনার আয়জোন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
উক্ত অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।