দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
দিনাজপুর শিক্ষা বোর্ডের নবনির্মিত ৮তলা ভবনের শুভ উদ্বোধন করেন হুইপ ইকবালুর রহিম এমপি
মোফাচ্ছিলুল মাজেদ এপ্রিল ১৫, ২০১৮, ৬:৪৬ অপরাহ্ণ | পড়া হয়েছে ৯১২ বার |

দিনাজপুর প্রতিনিধি :
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, দিনাজপুরের শিক্ষার্থীদের বিশ্বায়িত করে তুলতে হবে। এজন্য শিক্ষার্থীদের ভালোভাবে শিক্ষাদানে শিক্ষাবোর্ডের কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, দিনাজপুরের শিক্ষার্থীদের গ্লোবাল ভিলেজে প্রবেশ করাতে হবে। এক্ষেত্রে শিক্ষাবোর্ডের চৌকশ ভূমিকায় কাজ করতে হবে। এদিকে, কর্মকর্তা-কর্মচারীদের দাবীর প্রেক্ষিতে শিক্ষাবোর্ডে অতিস্বত্ত্বর বাস সার্ভিস চালুর ঘোষনা দেন ইকবালুর রহিম।
১৫ এপ্রিল রবিবার সকালে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নবনির্মিত ৮তলা প্রশাসনিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। অনুষ্ঠানে দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. হামিদুল আলম বিপিএম। বোর্ডের সহকারি সচিব ড. আব্দুর রাজ্জাক এর পরিচালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. নুরুজ্জামান জাহানী, শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কুমার ঘোষ কাঞ্চন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিস্ট, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নবনির্মিত ৮তলা প্রশাসনিক ভবনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

 

এই পাতার আরো খবর -
২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৪ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৮ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:২১ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৬:০৩ অপরাহ্ণ
এশা রাত ৭:১৯ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO