প্রেস বিজ্ঞপ্তি ॥ দিনাজপুর সরকারি কলেজের নাট্য ও সাংস্কৃতিক ঐক্য জোটের এক বছর মেয়াদী কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শনিবার সরকারি কলেজের মুক্তমঞ্চে নাট্য ও সাংস্কৃতিক ঐক্য জোটের আহবায়ক ও আজীবন সদস্য সনৎ চক্রবর্তী লিটু, জয়নুল আবেদিন, ইতি সরকার, শামীম ইসলাম ও উমর ফারুক বাহাদুর(সাবেক সভাপতি), এবিএম তৌশিকুর রহমান শুভ (সাবেক সধারন সম্পাদক) অনুষ্ঠান পরিচালনা করেন এবং ১৪২৫ বঙ্গাব্দের ১ বছর মেয়াদী নতুন কমিটির নাম প্রস্তাব করেন।
নাট্য ও সাংস্কৃতিক ঐক্য জোটের শামা লতিফ ঐশি ’কে সভাপতি ও রুদ্র সাহা কে সাধারন সম্পাদক সহ ২৭ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি সর্ব-সম্মতি ক্রমে গঠন করা হয়। কার্যকরি কমিটির সহ-সভাপতি পদে দেদীপ্ত সরকার, হেমপ্রোভা রায়, সহ সাধারন সম্পাদক ইবনে সাহাল, সাংগঠনিক সম্পাদক পার্থ প্রতিম দাস, সহ সাংগঠনিক সম্পাদক সাইফুর ইসলাম, দপ্তর সম্পাদক তপন রায়, অর্থ সম্পাদক মাহফুজ-১, সহ অর্থ সম্পাদক শার্মিন আক্তার লিয়া, প্রচার সম্পাদক সৌরভ রায়, সহ প্রচার সম্পাদক স্বপ্নীল দিগন্ত সৌরভ, নাট্য সম্পাদক শামীমা ইসলাম, সহ নাট্য সম্পাদক ফাতেমা-তুজ-জোহরা, সঙ্গীত সম্পাদক অনামিকা দাস, সহ সঙ্গীত সম্পাদক অঙ্কিতা, নৃত্য সম্পাদক সুজন রায়, সহ-নৃত্য সম্পাদক জয়ী রায়, মঞ্চ ও সাজ সোজ্জা সম্পাদক অপর্ণা বিশ্বাস, সহ-মঞ্চ ও সাজ সোজ্জা সম্পাদক মাহাফুজ-২, কার্যকরী সদস্য ওমর ফারুক বাহাদুর, তৌশিকুর রহমান শুভ, বৈশাখী, বিপুল রায়, বৃষ্টি, সঞ্চয় সিংহ, কল্পনা বিশ্বাস নির্বাচিত হয়েছেন।