ঢাকাবুধবার , ৪ সেপ্টেম্বর ২০১৯
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

এম. আব্দুর রহিমের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে হাবিপ্রবির উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

মোফাচ্ছিলুল মাজেদ
সেপ্টেম্বর ৪, ২০১৯ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

হাবিপ্রবি দিনাজপুরঃ দিনাজপুরে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের শ্রদ্ধার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, মহান মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের পশ্চিমাঞ্চলীয় জোনের চেয়ারম্যান, স্বাধীনতা পদকপ্রাপ্ত এম. আব্দুর রহিমের তৃতীয় মৃত্যুবার্ষিকী। ৪ সেপ্টেম্বর বুধবার সকালে দিনাজপুর সদর উপজেলার জালালপুরে প্রয়াত এই রাজনীতিবিদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম। এরপর তিনি সেখানে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. ফজলুল হক, হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মোঃ শাহাদৎ হোসেন খান, প্রক্টর প্রফেসর ড. মো. খালেদ হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর মো. রাজীব হাসান সহ অন্যান্য শিক্ষক কর্মকর্তাগণ।
এছাড়াও তার সমাধিতে আরো শ্রদ্ধা নিবেদন করেন হাবিপ্রবির ” মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক পরিষদ” , প্রগতিশীল শিক্ষক ফোরাম, প্রগতিশীল কর্মকর্তা পরিষদ, কর্মচারী পরিষদ সহ বিভিন্ন সংগঠন।
এ সময় সেখানে উপস্থিত থেকে সকলের খোঁজ খবর নেন তার বড় ছেলে মাননীয় বিচারপতি এম. ইনায়েতুর রহিম, ও ছোট ছেলে মহান জাতীয় মাননীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।