![](https://i0.wp.com/dinajpurbarta24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png?ssl=1)
দিনাজপুর প্রতিনিধি- জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) উদযাপন উপলক্ষে দিনাজপুর সরকারি কলেজের আয়োজনে ২৩ ফেব্রুয়ারি (রবিবার) দিনাজপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট-২০২০ এর শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈদয় মোহাম্মদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আব্দুল জলিল আহম্মেদ, প্রফেসর মোঃ ইদ্রিস মিঞা, মোঃ দাইমুল ইসলাম, অনুষ্ঠানে সভাপত্বি করেন, মোঃ আব্দুল মতিন।
উদ্বোধনী ম্যাচে দিনাজপুর সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রতিদদ্ধিতায় মাঠে নামেন দিনাজপুর সরকারি কলেজের ব্যাবস্থাপনা বিভাগ।
২-০ সেটে ব্যাবস্থাপনা বিভাগ কে হারিয়ে জয় লাভ করে ইতিহাস বিভাগ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।