স্টাফ রিপোর্টার : দিনাজপুর সেণ্ট যোসেফস্ স্কুলের ২ দিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২০ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা “মুজিব বর্ষের অঙ্গীকার সাংস্কৃতিক অধিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শান্তির প্রতিক পায়ড়া উড়িয়ে ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সকল অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলন সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা সি.এস.সি, অত্র বিদ্যালযের সহকারি প্রধান শিক্ষক সিস্টার রুমা পালমা অনুষ্টানে সভাপতিত্ব করেন বিদ্যালযের প্রধান শিক্ষক সিস্টার খ্রীষ্টিনা লিপি দেশাই। প্রধান অতিথি জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, এই সাংস্কৃতিক প্রতিযোগিতা যে সকল বিষয় নির্ধারন করা হয়েছে যেমন আবৃত্তি, চিত্রাংকন, বিতর্ক, অভিনয়, সঙ্গীত, নৃত্য, হাতের লেখা ও বক্তৃতা এর মাধ্যমে তৈরি হবে একজন ভালো আবৃতিকার, ভালো অভিনেতা, সুনামধন্য সঙ্গীত শিল্পী নৃত্য শিল্পী এবং একজন ভালো বক্তাও তৈরি হয়ে দেশপ্রেমী সহায়তা করবে। শিক্ষার্থীরা এ সকল প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে তারা নিজেদের জড়তা থেকে বেড়িয়ে আসতে সক্ষম হবে এবং ভালো বক্তা তৈরি হয়ে দেশ পরিচালনায় নেতৃত্ব প্রদানের সুযোগ সৃষ্টি হবে।