দিনাজপুর প্রতিনিধি // দিনাজপুর বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গড় পাশের হার ৭৪ দশমিক ৪৮ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ৪৫৯ জন শিক্ষার্থী।
দিনাজপুর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মীর সাজ্জাদ আলী জানান, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় ১ লাখ ১২ হাজার ২৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ১০ হাজার ৮৭৬ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮২ হাজার ৫৭৯ জন। গড় পাশের হার ৭৪ দশমিক ৭৪ ভাগ ৪৮ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ৪৫৯ জন।
এবারে ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার বেশী। এবারে ছাত্রদের পাশের হার ৭০ দশমিক ৪৫ শতাংশ ও ছাত্রীদের পাশের হার ৭৮ দশমিক ৩৬ শতাংশ।
বিজ্ঞান বিভাগে ২৬ হাজার ১৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২০ হাজার ৪৩২ জন। বিজ্ঞান বিভাগে গড় পাশের হার ৭৮ দশমিক ০৯ শতাংশ। বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ৩০৬ জন।
মানবিক বিভাগে ৭৪ হাজার ২৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৬ হাজার ৫১জন। মানবিকের গড় পাশের হার ৭৫ দশমিক ৪৭ শতাংশ। মানবিক বিভাগে জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৯৮২ জন।
এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১০ হাজার ৪৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬ হাজার ৯৬ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ঘর পাশের হার ৫৮ দশমিক ৪১ শতাংশ জিপিএ ৫ পেয়েছে ১৭১ জন।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী আরো জানান, এবারে এক বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ১৫ হাজার ১৬৮ জন। শতভাগ পাশকৃত কলেজের সংখ্যা ১৩টি। যা গত বছর ছিল ২৪টি। আর শূন্য ফলাফল প্রাপ্ত কলেজের সংখ্যা ১৬ টিকে যা জাগ গতবার ছিল ১৩টি। এছাড়া এবারে বহিস্কৃত পরীক্ষার্থী সংখ্যা ৩৭ জন৷ যা গতবারে ছিল ২২জন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।