দিনাজপুর বার্তা২৪ ডেক্স: দিনাজপুরে ১০টি ককটেল-জিহাদী বইসহ মোঃ মানিক এবং মোঃ জাকির নামে সন্দেহভাজন জেএমবির ২ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ।
আটককৃতরা হলো মোঃ মানিক (৩৫) চিরিরবন্দর উপজেলার নসরতপুর ইউপির মাছুয়া পাড়ার আবু হানিফের ছেলে এবং মোঃ জাকির (৩৭) একই ইউপির ডাঙ্গাপাড়ার আজিজারের ছেলে।
গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে দিনাজপুরের চিরিরবন্দরের নশরতপুর ইউপি থেকে তাদের আটক করা হয়।
দিনাজপুর ডিবি পুলিশের ওসি মনিরুজ্জামান জানান, জেএমবির কয়েকজন সদস্য চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর এলাকায় নাশকতার পরিকল্পনা করছে এমন খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে রানীরবন্দর এলাকার নসরতপুর ইউপি থেকে মোঃ মানিক এবং একই গ্রামের মোঃ জাকিরকে আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে ১০টি ককটেল, কিছু জেহাদি বই ও ২টি ধারালো ছোরা উদ্ধার করা হয়। আটককৃতরা বড়ধরনের নাশকতার পরিকল্পনা করছিলো বলে ওসি জানায়।
তিনি আরও জানান, আটককৃতরা জেএমবির সাথে জড়িত থাকতে পারে বলে প্রামথিক ভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে তাদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে পুলিশ। তবে তাদের নামে নাশককতা মামলা রয়েছে।