
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার পুনট্রি এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এসময় ছেলে গুরুত্ব আহত হয়েছে।
বুধবার (১৩ মে) রাত ৯টার দিকে ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন- একই এলাকার হেমন্ত চন্দ্র রায়ের মেয়ে শাপলা রানী (৩৫) ও তার স্ত্রী সাবিত্রী রানী (৫৫)। আহত ছেলে ক্ষিতিশ চন্দ্র (৩০) ।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সারাদিন ধান কাটা-মাড়াই করার পর রাতে মা সাবিত্রী গোসল করে বাড়ীর আঙ্গিনায় থাকা বৈদ্যুতিক তারে ভেজা কাপর শুকাতে দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় মাকে বাঁচাতে মেয়ে শাপলা রানী দৌড়ে এসে মেয়েকে স্পর্শ করলে ঘটনাস্থলে দু’জনেরই মৃত্যু হয়। পরে মা ও বোন কে বাচাতে গেলে ভাই ক্ষিতিষ চন্দ্র রায় গুরুত্বর আহত হয়। আহতকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, বাড়ির বিদ্যুৎ মিটারের তার ছিঁড়ে জিআই তারের সাথে সংযুক্ত হয়েছিল।