
চিরিরবন্দর সংবাদদাতা ॥ প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে হত্যা প্রচেষ্টাকারীদের গ্রেফতার দাবি ও সাহসী সাংবাদিক রোজিনার দ্রুত মুক্তি দাবি করেছে দিনাজপুরের চিরিরবন্দর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
১৮ মে মঙ্গলবার বিকেল ৩টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে প্রেসক্লাবের সভাপতি মো. আকতার হোসেনের সভাপতিত্বে চিরিরবন্দর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ প্রতিবাদ সভা করে। সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুর্নীতিবাজ কর্মকর্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে প্রায় ৬ ঘন্টা ধরে আটকে রেখে হেনস্তা করে। এসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেফতার ও সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যে অভিযোগে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। এসময় প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যক্ষ ইউসুফ আলী, প্রভাষক আফছার আলী খান, সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম, যুগ্ন সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম বক্তব্য রাখেন।