
দিনাজপুর বার্তা২৪.কম :- ১১ নভেম্বর শনিবার সন্ধ্যায় নবরুপীর মঞ্চে বাংলাদেশের কিংবদন্তি মঞ্চাভিনেতা, পরিচালক, গীতিকার, লেখক, মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার আন্দোলনে সক্রিয় সাংস্কৃতিক কর্মী মরহুম মাজেদ রানা’র স্বরণে “মাজেদ রানা শ্রদ্ধায় নবরুপী” নামক একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম এম.পি। অনুষ্ঠানে নবরুপীর সভাপতি আব্দুস সামাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি’র সাবেক উপাচার্য প্রফেসর রুহুল আমীন, দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরুপ বক্সী বাচ্চু, মরহুম মাজেদ রানা’র সহধর্মিণী মমতাজ বেগম প্রমুখ। নবরুপীর নির্বাহী সদস্য আলতাফ আরী চৌধুরী’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ত্ব কাজী বোরহান, উদ্যাপন কমিটির আহবায়ক ফরহাদ আহমেদ, নবরুপীর সহ-সাধারণ সম্পাদক মানস কুমার ভট্টাচার্য্য। অনুষ্ঠানটির বিভিন্ন বিষয়ে সার্বিক পরিচালনায় ছিলেন অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব শামীম রেজা। মরহুম মাজেদ রানা’র স্বরণে আলোচনা সভা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                