দিনাজপুর বার্তা ২৪.কম : দিনাজপুর সদর উপজেলা ৩নং ফাজিলপুর ইউনিয়নের রানীগঞ্জ বালাপাড়া হইতে মাধপপুর হাট পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার দিনাজপুর সদর উপজেলা এলজিইডি’র বাস্তবায়নে সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এসময় ইকবালুর রহিম এমপি বলেন বর্তমান সরকার শহরের পাশা-পাশি গ্রামাঞ্চলের উন্নয়নে সমান গুরুত্ব প্রদান করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে দিনাজপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী খলিলুর রহমান , সদর উপজেলা প্রকৌশলী ফারুক হাসান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু ইবনে রজব, দিনাজপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এজিএম এম এস মোস্তফা গাওসুল হক, ৩নং ফাজিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ইউসুফ আলী তালুকদার, সাধারন সম্পাদক উত্তম বসাক, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মানিক বসাক দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিষ্ট প্রমূখ।