ঢাকাবুধবার , ২৮ মার্চ ২০১৮
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দৈনিক আলোকিত দিনাজপুর’ পত্রিকার মোড়ক উন্মোচন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি

মোফাচ্ছিলুল মাজেদ
মার্চ ২৮, ২০১৮ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা২৪.কম :
বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার বিকালে দিনাজপুরে ‘ দৈনিক আলোকিত দিনাজপুর’ পত্রিকার যাত্রা শুরু হলো। বিকাল ৫টায় দিনাজপুর প্রেসক্লাব কমপ্লেক্সের এম আব্দুর রহিম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচনের মাধ্যমে পত্রিকাটির আনাষ্ঠানিক যাত্রা শুরু করেন, জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজ থেকে দেড় হাজার বছর আগে হেরা পর্বতের গুহায় ৪০ দিন ধ্যানে মগ্ন থাকা অবস্থায় মহান আল্লাহ্ তায়ালা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) এর প্রতি পবিত্র কুরআন শরিফ নাজিল করেন। কুরআন নাজিলের সাথে সাংবাদিকদের কলমের সম্পৃক্ততা রয়েছে। মহান আল্লাহ তায়ালা প্রথম যে আয়াত নাজিল করেছেন, তাতে সে কথা স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে।

তিনি বলেন, সাংবাদিকদের পবিত্র এই কলম দিয়ে এমন কিছু লেখা যাবে না, যা থেকে সমাজের মানুষের অকল্যাণ হয়। মিথা তথ্য পরিবেশন করে মানুষের ক্ষতি করা অন্যায় হবে। ব্যক্তিগত স্বার্থের কারণে ক্ষোভ প্রকাশ করে সমাজ ও মানুষের কোন ক্ষতি করা যাবে না। কলম আছে বলে সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে ফেলা যাবে না।

ইকবালুর রহিম বলেন, আমরা মানুষ। মানুষের ভুল হতে পারে। কিন্তু তার মানে এই নয়, যে গাছটি ফল দেয় সেই গাছের একটি নষ্ট ফলের জন্য পুরো গাছটি কেটে ফেলতে হবে।

তিনি বলেন, রাজনীতি করতে এসে মানুষের কাজ করতে গিয়ে দশটা কাজের মধ্যে একটি ভুল হতে পারে। কিন্তু সংবাদপত্র বা সাংবাদিকরা যদি সেই ভুলকেই বড় করে সমালোচনা করে ফলাও করে প্রকাশ করেন, সমাজের মানুষকে নেতিবাচক মনোভাব তৈরীতে উৎসাহিত করেন, তবে তা অন্যায় হবে। বরং সংবাদ কর্মিদের উচিত রাজনীতিক বা সমাজ কর্মিদের সেই ভুল ধরিয়ে দেওয়া। লেখনির মাধ্যমে কোন মানুষের ব্যক্তিগত ক্ষতি বা সামাজিকভাবে অপমান করা উচিত হবে না। তিনি সাংবাদিকদের সেই মনোভাব নিয়ে সংবাদ পরিবেশনের আহবান জানান।

জেলায় তাঁর নেতৃত্বে দিনাজপুরে স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ ব্যবস্থা, যাতায়াত, খেলাধুলা, সংস্কৃতি চর্চাসহ বিভিন্ন খাতে প্রভুত উন্নয়নের চিত্র তুলে ধরে হুইপ ইকবালুর রহিম বলেন, দিনাজপুর বড় ময়দানের ঈদগাহ মিনার এশিয়ার সবচেয়ে বড় মিনার। ৯ কোটি টাকা ব্যয়ে উপমহাদেশের মধ্যে বৃহৎ এতিমখানা করা হয়েছে। বৃদ্ধাশ্রম ‘ শান্তি নিবাস’ করা হয়েছে। সমাজের তৃতীয় লিঙ্গ মানুষ হিজড়াদের পুনর্বাসনে ৯ কোটি টাকা ব্যয়ে পুনর্ভবা নদীর তীরে মানবপল্লী নির্মাণ করা হয়েছে। জেলার মানুষের জীবন মান উন্নয়নে অত্যন্ত সুচিন্তিতভাবে পরিকল্পিত উন্নয়ন করা হয়েছে। বর্তমান সরকারের আমলে তাঁর নেতৃত্বে জেলার এসব উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরতে তিনি সাংবাদিকদের প্রতি আহবান জানান।

ইকবালুর রহিম বলেন, জেলার বাহ্যিক উন্নয়ন যতই হোক না কেনো, সন্তানদের দেশাত্ববোধ, নীতি- নৈতিকতার শিক্ষায় আলোকিত করে তুলতে হবে। সংস্কৃতি, ক্রীড়া, শিক্ষা ক্ষেত্রে বিশ্ব মানের মত করে গড়ে তুলতে হবে। তিনি সমাজের উন্নয়নে মাদক, মদ নেশা, অসামাজিক কার্যক্রমের সংবাদ তথ্য পুলিশ এবং প্রশাসনকে জানাতে তিনি সাংবাদিকদের প্রতি আহবান জানান।

দৈনিক আলোকিত দিনাজপুরের উপদেষ্টা সম্পাদক রঞ্জনকৃষ্ণ ভট্টাচার্যের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দিনাজপুরের জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর বলেন, আলোকিত দিনাজপুরের মত একটি দৈনিক পত্রিকার প্রকাশনা উৎসবে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। চাকুরীর সুবাদে দেশের অনেক জেলায় কাজ করার সুযোগ হয়েছে, কিন্তু বলতে দ্বিধা নেই, দিনাজপুরের সাংবাদিকদের গুণগত মান সত্যিই অনন্য। এই জেলার সাংবাদিকরা অত্যন্ত দায়িত্বশীল।

তিনি বলেন, দিনাজপুর বড় ময়দানে সারা দিনব্যাপী খেলাধুলা হয়ে থাকে। সংস্কৃতি চর্চার জন্য দিনাজপুর অতিচমৎকার একটি জেলা। সংবাদপত্র সমাজের দর্পন। যেখানে নিজেদের চেহারা দেখা যায়। সত্য কথা বলতে গিয়ে সমাজের চ্যালেঞ্জ গ্রহণ করা সাংবাদিকদের দায়িত্ব।
কেবল নেতিবাচক নয়, ইতিবাচক সংবাদ বেশি করে তুলে ধরতে তিনি দিনাজপুরের সাংবাদিকদের প্রতি আহবান জানান। নিউজ করার আগে সংশ্লিষ্ট ব্যক্তির সাথে কথা বলে নিতে তিনি সংবাদ কর্মিদের আহবান জানান। কিন্তু একটা কথা না বললে নয় যে, জেলা থেকে প্রকাশিত দু-একটি পত্রিকা ছাড়া বেশিরভাগ পত্রিকায় বাক্য গঠন, বিশুদ্ধ বানান অনুসরণ করা হয় না। এ ব্যাপারে দায়িত্বশীল ও যতœবান হতে তিনি সংবাদপত্র সম্পাদক ও সাংবাদিকদের প্রতি আহবান জানান।

বিশেষ অতিথি পুলিশ সুপার মো. হামিদুল আলম বলেন, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা সর্বক্ষেত্রে দিনাজপুর দেশের অগ্রগণ্য একটি জেলা। জেলার সংবাদপত্র এবং সাংবাদিকদের সংবাদ পরিবেশন ও সেবার মান অত্যন্ত উন্নত। আলোকিত দিনাজপুর সেই ধারার সাথে নিজেকে সম্পৃক্ত করে দায়িত্বশীল ভূমিকা রাখবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে জনগণের মাঝে ভালোবাসা ও আস্থার জায়গা করে নেবে এই প্রত্যাশা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক আজকের দেশবার্তার সম্পাদক ও দিনাজপুর বিশিষ্ট সাংবাদিক চিত্ত ঘোষ বলেন, আমরা মনে করি সংবাদপত্র সমাজের দর্পন এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে আমরা প্রকৃত অর্থে সেই ভূমিকা পালন করতে পারছি না। অথচ দিনাজপুরের সাংবাদিকরা সমাজের সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সাথে জড়িত থেকে দায়িত্বশীল ভূমিকা রেখে চলেছেন।
দিনাজপুরের সংবাদপত্র, ক্রীড়া, সাংস্কৃতিক, শিক্ষা, ধর্মীয় ও সামাজিক সকল উন্নয়ন কর্মকান্ডে অনুষ্ঠানের প্রধান অতিথির ভূমিকার কথা উল্লেখ করে বলেন, তাঁর আন্তরিক সহযোগিতা ও নেতৃত্বের কারণে দিনাজপুরের সর্বক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।

দিনাজপুর প্রেসক্লাব সভাপতি স্বরূপ বকশি বাচ্চু বলেন, আলোকিত দিনাজপুর সাধারণ মানুষের কথা বলবে। মানুষের সুখ, দুখ, বেদনার কথা বলবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশণের মধ্য দিয়ে সমাজের মানুষের পাশে থাকবে।

স্বাগত বক্তব্যে ‘দৈনিক আলোকিত দিনাজপুর’ এর সম্পাদক সুব্রত মজুমদার ডলার বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি, কৃষি ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে দিনাজপুর অত্যন্ত সমৃদ্ধ জেলা। জেলায় সংবাদপত্র শিল্পের দেড়শত বছরের ইতিহাস রয়েছে। একই সাথে জেলায় ১০টিরও বেশি সংবাদপত্র রয়েছে। কিন্তু তারপরও জেলার সাহিত্য , সংস্কৃতি, অর্থনৈতিক ঐতিহ্যের পাশাপাশি মানুষের সুখ দুঃখ সমস্যা ও সম্ভাবনার নানা বিষয় নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ব্রত নিয়ে ‘দৈনিক আলোকিত দিনাজপুরের’ যাত্রা শুরু হতে যাচ্ছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আমাদের আকাংখা বলে তিনি উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে আলোকিত দিনাজপুর’ এর উপদেষ্টা সম্পাদক বাবু রঞ্জনকৃষ্ণ ভট্টাচার্য্য উপস্থিত প্রধান অতিথি, হুইপ ইকবালুর রহিম, বিশেষ অতিথি জেলা প্রশাসক, ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, পুলিশ সুপার মো. হামিদুল আলম, দৈনিক আজকের দেশবার্তা পত্রিকার সম্পাদক চিত্ত ঘোষ, দিনাজপুর প্রেসক্লাব সভাপতি স্বরূপ বকসীসহ আলোচক এবং উপস্থিত সুধীবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দৈনিক আলোকিত দিনাজপুর পত্রিকাটি প্রকাশের ধারা অব্যাহত রাখতে জেলার রাজনীতিক, শিক্ষক, নারী সমাজ, আইনজীবি, ব্যবসায়ী, কৃষকসহ সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে দৈনিক আলোকিত দিনাজপুরের প্রধান সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান বুলবুলসহ সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।