![](https://i0.wp.com/dinajpurbarta24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png?ssl=1)
স্টাফ রিপোর্টার ॥ কোভিড-১৯ যা করোনা ভাইরাস নামে পরিচিত – সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের শিরোনামে প্রাধান্য বিস্তার করেছে। এশিয়ার বিভিন্ন অংশ এবং এর বাইরেও দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। সাধারণ সতর্কতা অবলম্বন করে এই ভাইরাসটির সংক্রমণ ও বিস্তারের ঝুঁকি কমিয়ে আনতে পারেন।
করোনা ভাইরাসের কারনে বিশ্ব আজ এক মারাত্মক সংকটের মুখোমুখি দাঁড়িয়ে। বিপন্ন হয়ে পড়েছে আজ অজস্র মানুষের জীবন।করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মানুষ বাধ্য হচ্ছে লকডাউন এ যেতে।রোগ প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ তো দূরের কথা এক দিনের কাজ ছাড়া যাদের অন্ন জোটে না এমন দরিদ্র ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন দিনাজপুরের স্বেচ্ছাসেবী সংগঠন “রক্তবন্ধু”।
মঙ্গলবার (৩১ মার্চ) দিনাজপুর সদর উপজেলার তরিমপুর,হরিহরপুর,কাশিমপুর, এই ৩টি গ্রামে মোঃঃ হামিদ শাহরিয়ার শিশির, রক্তবন্ধু দিনাজপুর জেলা, এর নেতৃত্বে বাড়ি বাড়ি গিয়ে দরিদ্র ও খেটে খাওয়া মানুষদের ৭০ টি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেন উক্ত সংগঠনের সদস্য বৃন্দ।