দিনাজপুর প্রতিনিধিঃ
কোভিড-১৯ যা করোনা ভাইরাস নামে পরিচিত – সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের শিরোনামে প্রাধান্য বিস্তার করেছে। এশিয়ার বিভিন্ন অংশ এবং এর বাইরেও দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। সাধারণ সতর্কতা অবলম্বন করে এই ভাইরাসটির সংক্রমণ ও বিস্তারের ঝুঁকি কমিয়ে আনতে পারেন।
করোনা ভাইরাসের কারনে বিশ্ব আজ এক মারাত্মক সংকটের মুখোমুখি দাঁড়িয়ে। বিপন্ন হয়ে পড়েছে আজ অজস্র মানুষের জীবন।করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মানুষ বাধ্য হচ্ছে লকডাউন এ যেতে।রোগ প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ তো দূরের কথা এক দিনের কাজ ছাড়া যাদের অন্ন জোটে না এমন ঘরেবন্দি হয়ে থাকা দিনাজপুর সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের দিনমজুর ও নিম্ন আয়ের জনসাধারণের পাশে দাঁড়িয়েছেন সোহা অটো রাইস মিল তোরিমপুর পুলহাট দিনাজপুর।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সোহা অটো রাইস মিলের পরিচালক মোঃ সাদেকুল ইসলাম এর উদ্যোগে দিনাজপুর সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ঘরেবন্দি হয়ে থাকা দিনমজুর ও নিম্ন আয়ের জনসাধারণের ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।