ঢাকাশুক্রবার , ৩ এপ্রিল ২০২০
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

করোনায় কর্মহীন শ্রমিকদের মাঝে শ্রমিক লীগ, ভটভটি মালিক ও শ্রমিক ইউনিয়নের ত্রাণ বিতরণ

মোফাচ্ছিলুল মাজেদ
এপ্রিল ৩, ২০২০ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি \
দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তাররোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে সবচেয়ে দূর্ভোগে পড়েছে গৃহে অবস্থানরত খেটে খাওয়া অসহায় মানুষ।
শুক্রবার ৩ এপ্রিল সকালে দিনাজপুর সদর উপজেলার গোপালগঞ্জ বাজারে অবস্থিত সদর থানা শ্রমিক লীগ (রেজিঃ নং- বাঃ জেঃ ফে ১১) ও দিনাজপুর জেলা ভটভটি মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত কর্মহীন শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। সর্বমোট ১০০জন কর্মহীন শ্রমিকদের মাঝে ৫ কেজি করে চাল, ২ কেজি করে আলু ও ২৫০ গ্রাম ডাল বিতরণ করা হয়।
এসময় সংগঠনের সভাপতি মোঃ শাকিল হোসেন সোহেল, সহ-সভাপতি রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান বাবু, কোষাধ্যক্ষ শ্রী মন্টু রায় উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি মোঃ শাকিল হোসেন সোহেল বলেন, দেশের মহাসড়কগুলোতে ভটভটি চলাচল করতে পারে না। প্রাণঘাতী করোনা ভাইরাস বিস্তাররোধে সরকার ঘোষিত সাধারণ ছুটির ফলে শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছে। আমাদের সংগঠনের সাধারণ শ্রমিকদের চাদার তহবিল থেকে আমরা কর্মহীন শ্রমিকদের সাহায্য করতে এগিয়ে এসেছি। আমরা সমাজের বিত্তবানদের অনুরোধ করছি খেটে খাওয়া সাধারণ শ্রমিকদের পাশে এসে দাড়ানোর জন্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।