দিনাজপুর প্রতিনিধি- করোনা ভাইরাসের প্রভাবে নিম্ন আয়ের কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
১০ এপ্রিল (শুক্রবার) সকালে উত্তর বালুবাড়ী, শেখপুরা, মাতাসাগর নূর-এ অফতাব রেসিডেন্সিয়াল স্কুল প্রাঙ্গনে জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে ২০০ (দুইশত) পরিবারে চাল,ডাল, আলু, তেল, পেঁয়াজ, সাবান বিতরন করেছেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইমাম আবু জাফর রজব। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক রাকিবুল ইসলাাম রাকিব, দপ্তর সম্পাদক আবু নাসের সাদ্দাম সহ প্রমূখ।
খাদ্য সামগ্রী বিতরন কালে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইমাম আবু জাফর রজব বলেন, দেশে খাদ্য সংকট নেই, তবে সচেতনতার কিছু ঘাটতি আছে, করোনা সংক্রমন থেকে রক্ষা পেতে হলে সর্বপ্রথম আমাদের আরো সচেতনতা বাড়াতে হবে, আমাদের সকলকে পরিষ্কার থাকতে হবে, আমরা সবাই নামায পড়বো, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা কররো।
তিনি আরো জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস মোকাবেলা করার জন্য যে নির্দেশনা দিয়েছেন, সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার আহবান করেছে তা বাস্তবায়ন করতে সমাজের কিছু শ্রেনীর মানুষ কর্মহীন হয়ে পরেছে, অনেকের পরিবারে খাদ্য সংকট দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের অসহায় মানুষের পাশে দাড়ানোর কাথা বলেছে শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে আমরা জেলা স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে করোনা সংক্রমন শুরু থেকে অশহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করছি।
এছাড়া সকলকে বাড়িতে অবস্থান নিয়ে সুস্থ ও সতর্ক থাকার আহব্বান জানিয়ে তিনি বলেন কারো খাদ্য সমস্যা হলে আমাদের জানাবেন আমরা খাদ্য সামগ্রী পৌঁছে দিবো।