দিনাজপুর প্রতিনিধিঃ
করোনা ভাইরাসে সমগ্র বিশ্ব আজ আর্থিক কর্মকান্ড থেকে বিরত থাকায় গরিব অসহায় মানুষেররা কাজ কর্ম না করতে পারায় পৃথিবী ব্যাপি অভাব ও দুর্যোগে সৃষ্টি হওয়ায়, জননেত্রী মাননীয় প্রাধান মন্ত্রী শেখ হাসিনা দেশের সমগ্র জেলায়, ত্রান বিতরণ কার্জক্রম অব্যাহত রেখেছেন,এবং তিনি সমাজের বিত্তবান মানুষদেরকে দেশের অসহায় গরিব মানুষদের পাশে দাড়ানোর আহব্বান জানিয়েছেন৷
শুক্রবার (১০ এপ্রিল) দিনাজপুর ৩ আসনের সংসদ সদস্য মাননীয় হুইপ ইকবালুর রহিম এমপির নির্দেশে দিনাজপুর সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের শশরা বৈড়াগীদিঘী গ্রামের জনাব মোহাম্মদ আফজাল হোসেন ব্যাক্তিগত উদ্যোগে ঘরে বন্দী হয়ে পড়া অসহায় মানুষদের মধ্যে ত্রান বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, দিনাজপুর সদর উপজেলা আওয়ামীলিগের দপ্তর সম্পাদক জনাব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, ৫ নম্বর শশরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব মোহাম্মদ মিজানুর রহমান, প্রবীণ ছাত্রনেতা গরীব দুঃখী মানুষের চরম বন্ধু মেসার্স মানোয়ারা অটো রাইসমিল ও মেসার্স আহাম্মেদ এন্ড সোন্স অটোরাইস মিলের প্রধান ম্যানেজার জনাব মোহাম্মদ ফরহাদ হোসেন, সমাজ সেবক জনাব মোহাম্মদ লুৎফর রহোমান, মোহাম্মদ মতিয়ার হোসেন, উপশহকারি কমিউনিটি মেডিকেল অফিসার জনাব মোহাম্মদ জুলফিকার আলী লিটন, ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিগণ।
উল্লেখ্যঃ সামাজিক দূরত্ব বজায় রাখুন, নিজে সুস্থ থাকুন অন্যকে সুস্থ রাখুন।