ঢাকাশনিবার , ১৬ জানুয়ারি ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর পৌরসভা নির্বাচনে ১টিতে আওয়ামীলীগ ১টিতে আওয়ামীলীগের বিদ্রোহী ও একটিতে বিএনপি প্রার্থীর বিজয়

মোফাচ্ছিলুল মাজেদ
জানুয়ারি ১৬, ২০২১ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি : দ্বিতীয় দফা পৌরসভা নির্বাচনে দিনাজপুরের ৩টি পৌরসভার মধ্যে দিনাজপুর পৌরসভা সদরে টানা তৃতীয় বারের মত বিজয়ী হয়ে হ্যাট্রিক করলেন বিএনপি নেতা সৈয়দ জাহাঙ্গীর আলম। এছাড়া দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী মোশাররফ হোসেন বাবুল ও বিরামপুর পৌরসভায় বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের আক্কাস আলী।
আজ শনিবার সন্ধ্যা ৭টায় এ তথ্য জানান সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর রহমান প্রামাণিক।
দিনাজপুর পৌরসভায় কেন্দ্রীয় বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম (ধানের শীষ) পান ৪৪ হাজার ৯৩৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্ব›িদ্ব আওয়ামী লীগের রাশেদ পারভেজ (নৌকা) পান ২৪হাজার ২৬২ ভোট। অপর ৩ প্রার্থী জাতীয় পার্টি প্রার্থী আহমেদ শফি রুবেল (লাঙ্গল) ৩ হাজার ৪৫৪ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাবিবুর রহমান রানা (হাতপাখা) ৫৭৩ ভোট এবং সিপিবি সমর্থিত এ্যাডঃ মেহেরুল ইসলাম (কাস্তে) পান ৪৭২ ভোট।
এদিকে বীরগঞ্জ পৌরসভায় বিজয়ী আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী মোশাররফ হোসেন (মোবাইল ফোন) পেয়েছেন ৩হাজার ৯৯৩ জন ভোট। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগের প্রার্থী নুর ইসলাম (নৌকা) পান ৩ হাজার ৯৪৬ ভোট। অপর ৩ প্রার্থী সাবেক পৌর মেয়র ও জামায়াত সমর্থিত মোহাম্মদ হানিফ (হাতপাখা) পান ২ হাজার ৯০০, বিএনপি সমর্থিত প্রার্থী মোকারম হোসেন (ধানের শীষ) পান ৯৮৮ ভোট এবং ইসলামি আন্দোলন বাংলাদেশের মোঃ শাহ আলম (হাতপাখা) পান ২৬৬ ভোট।
এছাড়া বিরামপুর পৌরসভায় বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী আক্কাস আলী (নৌকা) পান ১৫ হাজার ৩৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতনন্ত্র প্রার্থী নুরুজ্জামান সরকার (নারিকেল গাছ) পান ৮ হাজার ৬৮৬ ভোট। নির্বাচনে অপর ২ প্রার্থী বিএনপির প্রার্থী হুমায়ুন কবির (ধানের শীষ) পান ১ হাজার ৮৩৬ এবং বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী আজাদুল ইসলাম (মোবাইল) পান ১ হাজার ৩৯৫ ভোট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।