
স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল আব্বাসী কর্তৃক গঠিত দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ডের করোনা প্রতিরোধ কমিটির তত্ত্বাবধানে ২নং ওয়ার্ড করোনা প্রতিরোধ কমিটির আয়োজনে সামাজিক দুরত্ব বজায় রেখে মুসল্লি ও বিভিন্ন জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। ২০ এপ্রিল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ২নং ওয়ার্ডের ছয়রাস্তা মোড়ে মুসল্লি ও বিভিন্ন জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ২নং ওয়ার্ড করোনা প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম ও কমিটির যুগ্ম আহ্বায়ক ২নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আশরাফউজ্জামান বাবু। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুস সবুর, বাদল, জাহাঙ্গীর আলম মোঃ নুরুজ্জামান, মোঃ শাহজাহান, জাহিদ, ওয়াহিদ, নাজমুল প্রমুখ। সকলের মাঝে মাস্ক বিতরণকালে কমিটির নেতৃবৃন্দ মাস্ক গ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, আপনারা সব সময় মাস্ক পরিধান করে বাড়ী থেকে বের হবেন। প্রয়োজনীয় কাজ ছাড়া বাহিরে যাবেন না। নিজে সচেতন থাকুন এবং অপরকে মাস্ক পড়তে উৎসাহিত করুন।