
স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাস (কভিড-১৯) প্রতিরোধে সারাদেশে বিভিন্নভাবে কার্যক্রম পরিচালনা করা হয় এরই ধারাবাহিকতায় দিনাজপুরে করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটি দিনাজপুর পৌরসভার ১১ নং ওয়ার্ড কমিটির উদ্যোগে গতকাল বুধবার মিশন রোড এলাকায় জনসাধারণের মাঝে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাক্স বিতরণ এবং পথচারীদের মাক্স পরিধানের জন্য উদ্বুদ্ধ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আরিফুর রহমান খান, করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সদস্য আহসানুজ্জামান চঞ্চল, মকিদ হায়দার শিপন, ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গৌর চন্দ্র শীল, পুলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন প্রমূখ।
১১ নং ওয়ার্ড এলাকায় করোনা প্রতিরোধে মাক্স বিতরণ ও গণসচেতনতা কার্যক্রম পরিচালনাকালে করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সদস্যগণ বিভিন্ন দোকান ও লোকসমাগম এলাকাগুলো পরিদর্শন করেন সেইসাথে মাক্স পরিধান করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার জন্য সকলকে উদ্বুদ্ধ করেন এবং যাদের মুখে মাক্স নেই তাদের মাঝে বিনামূল্যে মাক্স বিতরণ করেন।