 
স্টাফ রিপোর্টঅর ॥ মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২১ উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিকদল দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ মে) সকাল ১১টায় জেল রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী শ্রমিকদল দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ মোস্তাকিম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. মোঃ মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মোকাররম হোসেন, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মকশেদ আলী মঙ্গলিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক কামরুজ্জামান, দিনাজপুর পৌর শ্রমিকদলের আহবায়ক মোঃ নুরুল ইসলাম নুরু, সদস্য সচিব মোঃ নুর আলম, যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম, দিনাজপুর হোটেল শ্রমিকদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী প্রমূখ।
আলোচনা সভায় জেলা শ্রমিকদল নেতা মোঃ আব্দুল মজিদ, দিনাজপুর হোটেল শ্রমিকদলের সহ-সভাপতি মোঃ আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক মোঃ দুলাল, কোষাধ্যক্ষ মোঃ সুলতান সরকারসহ বিএনপি, যুবদল এবং জেলা ও পৌর শ্রমিকদলের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                