
স্টাফ রিপোর্টার ॥ মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২১ উপলক্ষে দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ মে) বেলা সাড়ে ১১টায় মির্জাপুরস্থ নিজস্ব কার্যালয়ে দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাহাবুদ্দিন খোকন’র সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন আলম, সহ-সভাপতি মোঃ মোকছেদ আলী, নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন নেতা শ্রমিক নেতা মোঃ শরিপুল আলম, মোঃ নয়ন, মোঃ জাকির হোসেন উপস্থিত ছিলেন।
উল্ল্যেখ্য, অন্যান্য বছর দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র্যালিসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হলেও এবারে করোনাভাইরাসের কারণে দেশব্যাপী লকডউন থাকায় এসব কর্মসূচী বাতিল করে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মো. নান্নু, দপ্তর সম্পাদক মো. লাবু, প্রচার সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, কার্যনির্বাহী সদস্য মোছা. মর্জিনা খাতুন, মোছাঃ সুফিয়াসহ অন্যান্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।