
স্টাফ রিপোর্টার ॥ শতধা সমবায় সমিতি লিমিটেড এর উদ্যোগে গতকাল দিনাজপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতিম শিশুদের সাথে নিয়ে ৬ মে বৃহস্পতিবার দিনাজপুর শহরের চাউলিয়াপট্টিস্থ নুরজাহান এতিমখানা ও মাদ্রাসায় (মাটির মসজিদ) ১৩০জন এতিমের জন্য ইফতারি ও রাতে উন্নত মানের খাবারের আয়োজন করে শতধা সমবায় সমিতি লিমিটেড।
আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এসময় উপস্থিত ছিলেন শতধা সমবায় সমিতি লিমিটেডের আজাদ মীর, রুবেল শিকদার,আতাউর,হুমায়ুন, মিঠু, মাহফুজ (বড়), মাসুদ, রিয়াজ, ফিরোজ, মামুন, ইকবাল, ফারুক, আলোসহ দিনাজপুরে অবস্থানরত বন্ধুগণ।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত ও দোয়া পরিচালনা করেন এতিমখানা ও মাদ্রাসার মাওলানা সাজেদুর রহমান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।