
স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ সালের দ্বি-বার্ষিক মেয়াদী (২৪ মাস) নির্বাচনে নির্বাচন প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনে প্রথম মনোনয়নপত্রটি সংগ্রহ করে – বিশু, মোহন, রেজাউল ও সোনা পরিষদ।
৬ মে বৃহস্পতিবার বিকেল ৪টায় দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর শহরের মালদহপট্টিস্হ কার্যালয়ে চেম্বারে সিনিয়র সচিব প্রশান্ত কর্মকার শান্ত এর কাছ থেকে নির্বাচন প্রার্থীদের মনোনয়নপত্রটি সংগ্রহ করে – বিশু, মোহন, রেজাউল ও সোনা পরিষদ এর প্রতিনিধিদ্বয়।
এসময় উপস্থিত ছিলেন চেম্বারের সহকারী সচিব মোঃ মজিবর রহমান ও অফিস সহকারী মো. কাদের নওয়াজ।
উল্লেখ্য যে, আগামী ১২ জুন, ২০২১ চেম্বার অব কমার্সের ভোট গ্রহণ। এই পরিষদকে জয়যুক্ত করে সেবা করার আহবান জানিয়ে এবং পরিষদের পক্ষে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বনাথ আগরওয়ালা (বিশু)।