ঢাকাসোমবার , ১০ মে ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন এমপি জুঁই

দিনাজপুর বার্তা
মে ১০, ২০২১ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরে দুঃস্থদের মঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের এমপি এ্যাড. জাকিয়া তাবাসসুম জুঁই।
সারা বিশ্বে করোনা ভাইরাস মহামারি দুর্যোগ কালে খেটে খাওয়া মানুষের দুর্ভোগের শেষ নেই তাই এই দুর্যোগ মোকাবিলায় বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়ে এমপি জুঁই বলেন, এ মহামারি থেকে বাংলাদেশের জনগনকে রক্ষা করতে সরকারের নেওয়া পদক্ষেপ গুলো সফল হয়েছে। তাই তো বাংলাদেশের প্রধানমন্ত্রী আজ বিশ্বের কাছে রোল মডেল। কিছু দিন আগেও বাংলাদেশে এ ভাইরাসের সংক্রমণ যে হারে বাড়ছিল তা কপালে চোখ উঠে যাওয়ার মত। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সময়উপযোগী নেতৃত্বের কারণে আজ বাংলাদেশ অনেকটাই বিপদমুক্ত। তবে আমাদের প্রধানমন্ত্রী যে স্বাস্থ্য বিধি নিদের্শনা দিয়েছেন তা মানতে হবে। মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল-ফিতর। ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে প্রধানমন্ত্রী খেটেঁ খাওয়া, দুস্থ্য মানুষের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন। গতবারের মত এবারো আমাদেরকে স্বাস্থ্য বিধি মেনে ঈদ উদ্যাপন করতে হবে। ঈদে জামায়াত না করে মসজিদে স্বাস্থ্য বিধি মেনে ঈদুল-ফিতরের নামাজ আদায় করতে হবে। কোলাকুলি এবং হাত মিলানো থেকে বিরত থাকতে হবে।
৯ মে রোববার শহরের মডার্ণ মোড় নিজ বাসভবনে দিনাজপুরের দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ কালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের এম পি এ্যাড. জাকিয়া তাবাসসুম জুঁই উপরোক্ত কথাগুলো বলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।