
স্টাফ রিপোর্টার ॥ প্রাণঘাতী কোভিড-১৯ (করোনাভাইরাস) এর কারণে কর্মহীন হয়ে পড়া অসচ্ছল দরিদ্র জনগোষ্ঠীর ১শ জনের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে দিনাজপুর সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন।
১১ মে মঙ্গলবার সকালে কলেজের উত্তর-পশ্চিম পার্শ্বে স্থাপিত বিএনসিসি ভবনের সামনে স্বাস্থ্যবিধি মেনে বিএনসিসি’র মহাপরিচালকের পক্ষ থেকে এই ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুস সালাম আজাদ, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ দাইমুল ইসলাম, পিইউও আব্দুল্লাহ আল ফুয়াদ এবং মোঃ হামিদুর রহমান সোহেল প্রমুখ।
এসময় দরিদ্র আসচ্ছল ১০০ ব্যক্তির প্রত্যেককের মাঝে চাল, ডাল তেল আলু পিয়াজ বিতরণ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।