
স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর সরকারী মহিলা কলেজের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দুঃস্থ ক্যাডেট দরিদ্র অস্বচ্ছল জনগোষ্ঠীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
১১ মে মঙ্গলবার দিনাজপুর সরকারী মহিলা কলেজ প্রাঙ্গণে কলেজ ও বিএনসিসি মহিলা কলেজ প্লাটুন-এর উদ্যোগে দুঃস্থ ক্যাডেট ও দরিদ্র অস্বচ্ছল জনগোষ্ঠীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. ছাইয়েদুল হক।
খাদ্য সামগ্রী সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারী মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক প্রফেসর মো. আবেদুর রহমান, সহকারী অধ্যাপক মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোছাঃ সাহিনা পারভীন, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক নাজনিন আখতার, পদার্থ বিভাগের সহকারী অধ্যাপক মির্জা নুরুল ইসলাম, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, গণিত বিভাগের সহকারী অধ্যাপক এ. কে. এম রশিদুল হাসান, প্রাণী বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক করবী রায়, শরীর চর্চা শিক্ষক মোছাঃ শাহিনা আখতার বানু, সহকারী লাইব্রেরিয়ান রিমা পারভীন প্রমুখ।