
স্টাফ রিপোর্টার ॥ দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের উপর নির্যাতন, মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে দিনাজপুরের সাংবাদিক সমাজ সোচ্চার হয়ে উঠেছে। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে দিনাজপুর প্রেসক্লাবের উদ্যোগে ১৯ মে বুধবার দুপুর ১২ টায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
দিনাজপুর প্রেসক্লাব কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিতব্য এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সাংবাদিকবৃন্দ ছাড়াও সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের জন্য সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু ও সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।