ঢাকাবুধবার , ২৬ মে ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

ভূমিহীন মানুষের মধ্যে খাস জমি দ্রুত বন্টন শীর্ষক মতবিনিময় সভা ও স্মারকলিপি প্রদান

দিনাজপুর বার্তা
মে ২৬, ২০২১ ৪:১১ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার ॥ ২৫ মে মঙ্গলবার চেহেলগাজী ইউনিট অফিস এর হল রুমে উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদ সদর দিনাজপুরের আয়োজনে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) দিনাজপুরের সহযোগিতায় ভূমিহীন মানুষের মধ্যে খাস জমি দ্রুত বন্টন শীর্ষক মতবিনিময় সভা ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্য বিধি মেনে উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদ দিনাজপুর এর সভাপতি তারামনি রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনসংগঠন ঐক্য পরিষদ সদর দিনাজপুরের সভা প্রধান মোঃ সামিউল ইসলাম, জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য হরিষ চন্দ্র রায় ও সাংবাদিক কাশী কুমার দাস। স্বাগত বক্তব্য রাখেন সিডিএ দিনাজপুরের আঞ্চলিক সমন্বয়কারী লিতুশ কুবি। সঞ্চালকের দায়িত্ব পালন করেন গ্রাম সহায়ক নিরঞ্জন রায়। বক্তারা বলেন ভূমিহীন নারী পুরুষের পক্ষে সঠিক খাস জমি বন্দবস্ত দিতে হবে। প্রভাবশালী ও ভূমি দস্যুদের উচ্ছেদ করতে হবে এবং মিথ্যা ও হয়রানিমূলক মামলা বন্ধ করতে হবে। আদিবাসীদের উত্তরাধিকারী সূত্রে ভূমিসহ সকল সম্পত্তিতে অংশ দিতে হবে। প্রকৃত ভূমিহীন পরিবারের সদস্যদের ঘর বরাদ্দ দিতে হবে। ১৯ কোভিড এর সময় বিভিন্ন সরকারেই প্রণদনা ভূমিহীন, দরিদ্র মানুষের মাঝে সমভাবে বন্টন করতে হবে। শেষে সদস্যরা দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।