ঢাকাবৃহস্পতিবার , ৩ জুন ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরের বিরলে শিশু অধিকার নিশ্চিত শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

দিনাজপুর বার্তা
জুন ৩, ২০২১ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার ॥ ৩ জুন বৃহস্পতিবার বিরল উপজেলা পরিষদ মিলনায়তনে জেএসকেএস দিনাজপুর এর আয়োজনে কোভিড-১৯ সম্পর্কিত স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনা বজায় রেখে শিশু অধিকার শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়।
বিরল উপজেলা নির্বাহী অফিসার জিনাত রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিরল উপজেলা চেয়ারম্যান এ.কে.এম মোস্তাফিজুর রহমান বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাবের মোঃ সোয়াইব, বিরল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ফিরোজা বেগম, উপজেলা সমাজসেবা অফিসার আনিসুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন জেএসকেএস দিনাজপুরের নির্বাহী পরিচালক মোস্তফা কামাল। প্রধান অতিথির বক্তব্যে বিরল উপজেলা চেয়ারম্যান এ.কে.এম মোস্তাফিজুর রহমান বাবু বলেন, শিশুদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে জিও-এনজিও প্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ তাদের ভীত মজবুত না হলে তারা দেশ ও জাতির কর্ণধার হিসেবে এগিয়ে যেতে পারবে না। তাদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আন্তর্জাতিক আইন বাস্তবায়ন করতে হবে আমাদের। শিশু অধিকার শীর্ষক সংলাপে সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিরল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ এনসিটিএফ সদস্যরা অংশগ্রহণ করেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেএসকেএস দিনাজপুরের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ সাইফুল ইসলাম। অতিথিবৃন্দ শিশু অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।