
স্টাফ রিপোর্টার ॥ “আপনার সাথেই….সব সময়….”-এই অঙ্গীকারকে সামনে রেখে আর্থিক স্বচ্ছলতার সহায়ক হিসেবে ব্যাংকিং সেবা দিতে দিনাজপুরে ১০ জুন বৃহস্পতিবার এনসিসি ব্যাংক দিনাজপুর শাখায় প্রায় ৬ মাস পর এসএভিপি মোঃ কামাল হোসেন ম্যানেজার হিসেবে যোগদান করেছেন। তিনি যোগদানের পূর্বে রংপুর জেলায় এনসিসি ব্যাংকে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
স্বাস্থ্য বিধি মেনে সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাঁকে ফুল দিয়ে বরণ করেন ভারপ্রাপ্ত ম্যানেজার প্রিন্সিপাল অফিসার ও ডেপুটি ম্যানেজার মোঃ আহাসানুল্লাহ চৌধুরী, অফিসার মোঃ মাহমুদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন মুসাভী রেজা, মোঃ মারুফ হোসেন, তামজীদ হায়দার, শামীমা আফরোজা, মোঃ কাদেরী কিবরিয়া এবং মোঃ ইয়াসির আরাফাতসহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্মানীত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দৈনিক সৃজনী পত্রিকার নির্বাহী সম্পাদক মমিনুল হাসান মমিন, বার্তা সম্পাদক আছলামুর রহমান মাহবুব। নবাগত ম্যানেজার মোঃ কামাল হোসেন বলেন, গ্রাহক সেবার মান বৃদ্ধি, গ্রাহকদের ব্যাংকিং অর্থনীতিক সেবা প্রদান সহায়তার লক্ষ্যে এনসিসি ব্যাংকে দিনাজপুর শাখার সকল কর্মকর্তা-কর্মচারীদের সহায়তা নিয়ে একটি মডেল ব্যাংক হিসেবে গড়ে তুলবো।