
স্টাফ রিপোর্টার ॥ ১৪ জুন সোমবার ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচী (এইচপিএনএসপি)’র আওতায় স্বাস্থ্য অধিদপ্তরাধীন স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফস্টাইল, হেলথ এন্ড প্রমশন কার্যক্রমের আওতায় স্বাস্থ্য শিক্ষা সেবা প্যাকেজ কার্যক্রমের আওতায় দেশব্যাপী করোনা মহামারী বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুর শহরে ৫টি পয়েন্টে বাহাদুর বাজার মোড়, ফুলবাড়ী বাসস্ট্যান্ড মোড়, বালুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড মোড়, পুলহাট মোড়, মির্জাপুর সুইহারী বাসস্ট্যান্ড মোড় এলাকায় সচেতনতামূলক ভ্রাম্যমান প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আরাজউল্লাহ।
“মানতে হবে স্বাস্থ্য বিধির উপদেশ, তবেই করোনামুক্ত হবে বাংলাদেশ”-এই প্রতিপাদ্য নিয়ে দেশের ৬৪টি জেলায় ১২৮টি উপজেলার সাধারন মানুষকে সচেতন করার লক্ষ্যে ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচীর সুপার ভাইজার মোঃ মেহেদী রহমান হৃদয় বলেন, কোভিড-১৯ ভাইরাসের কারণে বিশ্বজুড়ে করোনা মহামারী যে ভয়াবহ রুপ ধারণ করেছে তা প্রতিরোধে আমাদের সচেতন থাকা এবং ভ্যাকসিন গ্রহণ করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ বলেন, আমরা স্বাস্থ্যবিধি মানব এবং সকলকে মানতে সচেতন করব। তবেই বাংলাদেশসহ পুরো বিশ্বা করোনা মহামারীর ভয়াভয় প্রকোপ থেকে সুরক্ষিত থাকবে।