
স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন আরো ১৪১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ৭৩১৭ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ে ৪৭ জনসহ এ পর্যন্ত ৫৯২৭ জন সুস্থ হয়েছেন এবং এখন পর্যন্ত ১৫৫ জনের মৃত্যু হলেছে। তবে আক্রান্ত ৭৩১৭ জনের মধ্যে ৫৯২৭ জন সুস্থ ও ১৫৫ জনের মৃত্যু হওয়ায় বর্তমানে দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত রোগির সংখ্যা রয়েছে ১২৩৫ জন। যা আগের দিন ছিল ১১৪১ জন।
এদিকে দিনাজপুর সদর উপজেলায় দ্বিতীয় দফার লকডাউন কার্যকর করতে ও কঠোরভাবে পালনে কাজ করছে জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি বিভিন্ন রাজনেতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করছে। আগামী ২৮ জুন রাত ১২টায় এই লকডাউন শেষ হবে।
দিনাজপুর সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ জানান, বুধবার (২৩ জুন) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ২৮৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৪১ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত রোগির সংখ্যা পৌঁছেছে ৭৩১৭ জনে। নতুন আক্রান্ত ১৪১ জনের মধ্যে সদর উপজেলাতেই ৮৬ জন। এছাড়া বিরলে ৬ জন (রেট+৩), বিরামপুরে ৪ জন, বোচাগঞ্জে ১৪ জন (রেট+১৪), চিরিরবন্দরে একজন, ফুলবাড়ীতে ১৫ জন(রেট+), খানসামায় ৩ জন (রেট+৩), নবাবগঞ্জে ৪ জন (রেট+৩) ও পার্বতীপুর উপজেলায় ৮ জন। একই সময়ে নতুন আরো ৪৭ জনসহ এ পর্যন্ত ৫৯২৭ জন সুস্থ হয়েছেন। আর এখন পর্যন্ত ১৫৫ জনের মৃত্যু হয়েছে। বুধবার আক্রান্তের হার ছিল ৪৮ দশমিক ৭৮ শতাংশ। যা আগের দিন ছিল ৪৪ দশমিক শতাংশ।
দিনাজপুরে মোট আক্রান্ত ৭৩১৭ জনের মধ্যে সদর উপজেলায় সবচেয়ে বেশী ৪২৫৪ জন। এছাড়া বিরলে ৪০৬, বিরামপুরে ৪৩০ জন, বীরগঞ্জে ১৯১ জন, বোচাগঞ্জে ২২০ জন, চিরিরবন্দরে ২৬৮ জন, ফুলবাড়ীতে ২৬৩ জন, ঘোড়াঘাটে ৯৭ জন, হাকিমপুরে ১৪৩ জন, কাহারোলে ১৮২ জন, খানসামায় ১৩১ জন, নবাবগঞ্জে ২০৪ ও পার্বতীপুর উপজেলায় ৫২৮ জন।
মোট মৃত ১৫৫ জনের মধ্যে সদর উপজেলায় ৭৭, বিরলে ৯ জন, বিরামপুরে ১০ জন, বীরগঞ্জে ৬ জন, বোচাগঞ্জে ৫ জন, চিরিরবন্দরে ১৩ জন, ফুলবাড়ীতে ৯ জন, হাকিমপুরে দুইজন, কাহারোলে ৫ জন, খানসামায় ৪ জন, নবাবগঞ্জে ৩ জন ও পার্বতীপুর উপজেলায় ১২ জন। তবে জেলার ১৩টি উপজেলার মধ্যে ঘোড়াঘাট উপজেলায় এখন পর্যন্ত কারো মৃত্যু হয়নি।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় ৩৯৬টিসহ এ পর্যন্ত ৪৮৪৮২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আর গত ২৪ ঘন্টায় মোট ২৮৯টিসহ (আরটি পিসিআর-১৮১টি, রেট-৬৯টি) এ পর্যন্ত ৪৪৮৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘন্টায় ৪৪৭ জনসহ ৩৮০৭৫ জন কোয়ারেন্টাইন নেয়া হয়েছে এবং ১৩১ জনসহ ৩৫২৬৫ জন কোয়ারেন্টাইন হতে ছাড় পেয়েছেন। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ১১৮২ জন ও হাসপাতালে ৯৮ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে করোনায় আক্রান্ত ৫৩ জন আর উপসর্গযুক্ত সন্দেহভাজন ৪৫ জন।