স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাস এর কারণে কিছু মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে এই লকডাউনে প্রতিদিন রেনেসাঁ ক্লাবের ক্ষুদ্র প্রচেষ্টায় অনুষ্ঠিত হয়েছে একবেলা খাদ্য বিতরণ কর্মসূচী।
“সচেতনতাই পারে করোনা মোকাবিলা করতে আমরা সবাই নিয়ম মানি, করোনাকে বিদায় করি।” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রেনেসাঁ ক্লাবের আয়োজনে সদস্যদের নিজ অর্থায়নে স্বাস্থ্য বিধি মেনে অসহায়দের মাঝে ২০০ টি প্যাকেট রান্না করা খাদ্য বিতরণ করা হয়।
৪ জুলাই রোববার দুপুর ২ টায় দিনাজপুর শহরে ক্ষেত্রীপাড়াস্থ রায় সাহেব বাড়ি সংলগ্ন রেনেসাঁ ক্লাবে একবেলা খাদ্য বিতরণ কর্মসূচিতে উপস্থিত থেকে খাদ্য বিতরণ করেন রেনেসাঁ ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক অর্ণব কুমার সাহা সহ ক্লাবের নির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।