স্টাফ রিপোর্টার ॥ ময়ুরপঙ্খী একটি শিশু-কিশোর সমাজ কল্যাণমূলক জাতীয় সংগঠন। ২০০৮ সালে সংগঠনটি প্রতিষ্ঠা করেন রুহিত সুমন নামের এক মানবতাবাদী যুবক যিনি এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একজন সামাজিক ও মানবিক কর্মী হিসেবে আন্তর্জাতিক অঙ্গণে পরিচিতি লাভ করেছেন। প্রতিষ্ঠার পর হতে ময়ুরপঙ্খী সামাজিক পরিসেবার মাধ্যমে বিশ^ শান্তি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবাধিকার রক্ষা, টেকসই উন্নয়ন, পরিবেশ রক্ষাসহ বিভিন্ন ইস্যুতে দেশে ও বিদেশে কাজ করছে। সংগঠনটির প্রতিষ্ঠিত ময়ুরপ্খংী আদর্শলিপি স্কুলে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুদের জন্য বিনা বেতনে শিক্ষা প্রদান করা হচ্ছে। সুবিধা বঞ্চিত শিশুদের ডিজিটাল পদ্ধতির শিক্ষার পাশাপাশি নারী শিক্ষা ও কোরান শিক্ষার ব্যবন্থা রয়েছে। নারীদের দক্ষতা বৃদ্ধির জন্য ব্লক, বাটিক, সেলাই প্রশিক্ষণ, কুটির শিল্প, মাশরুম চাষ, কম্পিউটার শিক্ষার ব্যবস্থা করেছে। এই সংগঠনটির সরকারি রেজিষ্ট্রেশন নম্বর- ডিএইচও ০৯৫৮৭।
সাম্প্রতিক সময়ে ফেসবুক লাইভে বিভিন্ন সেক্টরের উদীয়মান উদ্যোক্তা ও বিশেষ বিশেষ ব্যক্তিত্বদের সাক্ষাৎকার নিচ্ছেন ময়ুরপঙ্খীর চেয়ারম্যান রুহিত সুমন। ইতোমধ্যে দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের দেশবার্তা সম্পাদক চিত্ত ঘোষ, দিনাজপুর নাট্য সমিতির সাধারন সম্পাদক রেজাউর রহমান রেজু, বিশিষ্ট সাংবাদিক-কলামিষ্ট ও গবেষক আজহারুল আজাদ জুয়েলের সাক্ষাৎকার প্রচার করেছেন। মুন্সীগঞ্জের সন্তান রুহিত সুমন বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনে ভলান্টিয়ার হিসেবে যুক্ত রয়েছেন এবং ভারত, মালদ্বীপ, মালযেশিয়া, নেপাল, ভুটান, থাইল্যান্ডসহ বেশ কিছু দেশে আন্তর্জাতিক কর্মসুচিতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন এবং একাধিক আন্তর্জাতিক অ্যাওয়ার্ড লাভ করেছেন।