স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর শহরের ঘাসিপাড়া নিবাসী ১০৬ বছরের বৃদ্ধা নুরুন্নেছা আর নেই। তিনি বার্ধক্য জনিত কারনে ৫ জুলাই সোমবার শহরের ঘাসিপাড়া নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ৫ জুলাই সোমবার বিকেল সাড়ে ৫টায় ঘাসিপাড়া আলফালাহ জামে মসজিদে তার জানাযা শেষে ফরিদপুর গোরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছে। দিনাজপুর শহর আওয়ামীলীগের অন্তর্গত ২নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের অর্থ বিষয়ক সম্পাদক মুরাদ হোসেন সিকদারে দাদী নুরুন্নেছা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।