স্টাফ রিপোর্টার ॥ লকডাউনের কারনে কর্মহীন হয়ে পড়া আওয়ামীলীগ পরিবারের কর্মীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার (খাদ্য সহায়তা) হুইপ ইকবালুর রহিম এমপির পক্ষ থেকে বিতরন করেন দিনাজপুর শহর আওয়ামীলীগ। ১২ জুলাই সোমবার দিনাজপুর শহর ও সদর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে করোনা পরিস্থিতিতে লকডাউনের কারনে কর্মহীন হয়ে পড়া আওয়ামীলীগ পরিবারের কর্মীদের মাঝে শহর আওয়ামীলীগের জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির পক্ষ থেকে তুলে দেন শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রায়হান কবীর সোহাগ ও সাধারন সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু। এ সময় উপস্থিত ছিলেন শহর আওয়ামীলীগের সহ-সভাপতি সত্ত ঘোষ, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রহমান বকুল, জহির খান, অনুপ কুমার দে, সাংগঠনিক সম্পাদক এড. শামীম আলম সরকার বাবু, আশরাফ আলী শাহ, এনা, উল্লাহ জেমী, দপ্তর সম্পাদক হাসেম আলী, সহ-দপ্তর সম্পাদক নাজমুল, প্রচার সম্পাদক মাসুদ রানা, শহর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজান, জেলা যুব মহিলা লীগের সভাপতি ছবি সিনহা, সাধারন সম্পাদক মাসুদা বেগম মুক্তা, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান পাটোয়ারী বাবু প্রমুখ।