
দিনাজপুর বার্তা২৪.কম :- দিনাজপুর টেক্সটাইল ইন্সটিটিউটে নতুন পদায়ন পাওয়ায় অধ্যক্ষ আতিকুর রহমান প্রধানকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন দিনাজপুরিয়া ইর্জিনিয়ারস আফ টেক্সটাইল পরিবার।
রবিবার (২৬ সেপ্টেম্বর) দিনাজপুর টেক্সটাইল ইন্সটিটিউটের অধ্যক্ষের এই ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দিনাজপুরিয়া ইর্জিনিয়ারস আফ টেক্সটাইল পরিবারের প্রধান উপদেষ্টা রেজাউল ইসলাম, সভাপতি মন্ডলীয়র উপদেষ্টা উত্তম কুমার দাস,সভাপতি রেজত্তযানুর রহমান, সহ সভাপতি শামিম
শুভেচ্ছা বিনিময়কালে অধ্যক্ষ বলেন, কলেজের সুনাম অক্ষুন্ন রাখতে নিরলস পরিশ্রম করতে হবে। প্রয়োজনে নিজেকে ক্লাসের জন্য প্রস্তুত করে সময় মতো উপস্থিত হতে হবে। দিনাজপুর টেক্সটাইল ইন্সটিটিউট থেকে শিক্ষার্থীরা যেন নীতি-নৈতিকতা ও মূল্যবোধ শিখে যেতে পারে এবং দিনাজপুরের নাম সারা দেশে ছড়িয়ে দিতে পারে।