
দিনাজপুর প্রতিনিধি গতিসীমা মেনে চলি, সড়ক দূর্ঘটনা রোধ করি এই স্লোগানকে সামনে ধারণ করে দিনাজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মোটরসাইকেল হেলমেড শোভাযাত্রা কর্মসূচী পালন করেছে দিনাজপুর জেলা পুলিশ ও নিরাপদ সড়ক চাই দিনাজপুর শাখা। শোভাযাত্রাটি পুলিশ সুপার কার্যালয়ে থেকে শুরু হয়ে বড় পুল হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেষে হয়। সোমবার বিকাল ৪টায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় প্রধান অথিতি ছিলেন দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন। শোভাযাত্রার শুরুতে পুলিশ সুপার বলেন, আপনারা জানেন একটি দূর্ঘটনা সারাজীবনের কাঁন্না। যদি ওই দূর্গটনায় নিহত হচ্ছে সেই পরিবারের একমাত্র উপার্জন ব্যক্তি তাহলে । ঐ পরিবারের কি অবস্থা তৈরি হয়। আমারাই আমাদের সড়কে নিরাপদ করতে পারি। আমরা যদি মাথায় হেলমেড পরি তাহলে আনেকাংশে হতাহতের ঘর্টনা কমে যাবে। জেলা পুলিশের পক্ষে সকলকে অহব্বান জানাই সকলেই হেলমেড ব্যবহার করি নিরাপদ সড়ক তৈরি করি। মোটর সাইকেল হেলমেড শোভাযাত্রায় একাত্ততা প্রকাশ করে শোভাযাত্রায় অংশগ্রহন করে দিনাজপুর উইমেন বাইকাস এসোসিয়েসোন, সম্মিলিত সাংস্কৃতিক জোট। শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শচীন চাকমা, নিরাপদ সড়ক চাই দিনাজপুরের সহ সভাপতি এরশাদুর জামান মোল্লাহ, সাধারন সম্পাদক হারুন সহ প্র মুখ