
স্টাফ রিপোর্টার \ ৬ষ্ঠ ধাপে ৩১শে জানুয়ারী ইউপি নির্বাচনে অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে সুন্দরবন ইউপি নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী বর্তমান চেয়ারম্যান অশোক কুমার রায়ের সাথে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ এর সঙ্গে হাড্ডা-হাড্ডি লড়াই এর মধ্য দিয়ে নৌকা প্রার্থী অশোক কুমার রায় পরাজিত হন এবং আনারস মার্কার প্রার্থী আব্দুল লতিফ বিপুল ভোটে বিজয়ী হয়। আরও ০৩ জন প্রার্থী অংশ নেয় তারা হলেন- সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক চশমা মার্কা, খোরশেদ আলম মোটরসাইকেল মার্কা ও রঘু অটোবাইক মার্কা। ০১ফেব্রুয়ারি /২২ইং সকালে বিজয়ী প্রার্থী আব্দুল লতিফকে সুন্দরবন ইউনিয়ন সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের পক্ষ থেকে তার বাসভবনে গিয়ে তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের ইউনিয়ন কমিটির সভাপতি দয়ারাম রায়, সাধারন সম্পাদক আঃ রাজ্জাক, সিনিয়র সহ-সভাপতি তাজির উদ্দিন আহম্মেদ, সিনিয়র সহ-সাধারন সম্পাদক ইছার উদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আঃ মান্নান,প্রচার সম্পাদক ফুলদেব চন্দ্র রায়। এ সময় শত শত জনগণ স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রী সহ অনেকেই ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসেন। চেয়ারম্যানের পক্ষ হতে সকলকে মিষ্টিমুখ করানো হয়। #