দিনাজপুর প্রতিনিধি: নানা আয়োজনে দিনাজপুরে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি সোমবার দিনাজপুর পৌর ও সদর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে পৌর মহিলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু ও বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী।
প্রধান অতিথি এ্যাড. শামীম আলম সরকার বাবু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর মহিলাদের মুল্যায়ন করা হয়েছে উল্লেখ করে বলেন, সরকার গর্ভবর্তী ভাতা, বয়স্ক, বিধবা, পঙ্গুসহ নানা ধরনের ভাতা প্রদান করে আসছে। এ ছাড়াও সরকারি চাকুরিতে নারীদের প্রাধান্য দেয়া হচ্ছে। নারীরা আজ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে নারী-পুরুষের বৈষম্য আর থাকবে না। তাই আগামী নির্বাচনে শেখ হাসিনাকে বিজয় করতে নারীদের অগ্রনী ভুমিকা রাখতে হবে।
বিশেষ অতিথি পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা নারী বান্ধব উল্লেখ করে বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই আজ নারীদের নিরাপত্তা আছে। বিগত কোন সরকারেই নারীদের নিরাপত্তা দিতে পারে নি। আজ নারীরা সমাজের সর্বক্ষেত্রেই অবস্থান নিয়েছে। নারীরা বিভিন্ন ভাবে স্বাবলম্বী হচ্ছে। আগামী নির্বাচনে শেখ হাসিনার বিজয় নিশ্চিত করতে মহিলা আওয়ামীলীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
দিনাজপুর পৌর মহিলা আওয়ামীলীগের আহবায়ক খ্রীষ্টীনা লাভলি দাসের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সেহেলী আক্তার ছবির সঞ্চালনে বক্তব্য রাখেন পৌর মহিলা আওয়ামীলীগ নেত্রী আনছারা বেগম বিউটি, শাহনাজ শিউলি, সম্পা দাস মৌ, মরিয়ম বেগম, নারগিস পারভিন নিশি, শাহনাজ পারভিন, রাশিদা বেগমসহ মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।