ষ্টাফ রিপোর্টার : ড্রইং স্কুল দিনাজপুর এর পক্ষ হতে মেধাবী, উদ্যমী ও পরিশ্রমি ৮ জন যুব ও তরুণীর মাঝে ১৫ এপ্রিল সেলাই মেশিন উপহার দেয়া হয়েছে। উপহার প্রাপ্তরা প্রত্যেকে ড্রইং স্কুল দিনাজপুর থেকে আর্ট ও ডিজাইনে দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ গ্রহণ শেষে একই স্কুলে সহযোগি শিক্ষক হিসেবে কর্মরত আছেন। অষ্ট্রেলিয়ার অঙ্গনা নামের একটি নারী সংগঠণের সহায়তায় প্রাপ্ত সেলাই মেশিনগুলো উপহার হিসেবে তুলে দেন ড্রইং স্কুল দিনাজপুর এর পরিচালক ও প্রতিষ্ঠাতা নাজমুস সাকেব রানা।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ভেটেরিনারী অফিসার আশিকা আকবর তৃষা, অগ্রণী ব্যাংক, দিনাজপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার শাহনাজ চৌধুরী, দিনাজপুর সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিতা জাহান, ড্রইং স্কুল দিনাজপুর এর অর্থ সম্পাদক আফরোজা পারভীন ঝুমা প্রমুখ। সেলাই মেশিন হস্তান্তরকালে ড্রইং স্কুল এর পরিচালক ও প্রতিষ্ঠাতা নাজমুস সাকেব রানা বলেন, মেধাবী শিক্ষার্থীদের শিল্পচর্চা ও সৃজনশীলতার সাথে দক্ষতার মিশ্রন ঘটিয়ে কর্মসৃজন করার প্রচেষ্টার অংশ হিসেবে সেলাই মেশিনগুলো উপহার হিসেবে তুলে দেয়া হলো। এটা আমাদেও অঙ্গীকারও ছিল। এমন প্রচেষ্টার অংশ হিসেবেই আমরা সম্প্রতি এ্যাপারেল ফ্যাশন ও ডিজাইন হাউস উদ্বোধন করেছি যেখানে প্রশিক্ষনার্থীরা তাদের উৎপাদিত পন্য সহজে বিপনন ও প্রদর্শন করতে পারে।