দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে রক্তদাতা ও রক্তযোদ্ধাদের নিয়ে মঙ্গলবার অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী। দিনাজপুর শহরের প্লানেট-বি রেস্টেুরেন্টে দিনাজপুর রক্তদান সমাজ কল্যান সংস্থার আয়োজনে ঈদ পুনর্মিলনীতে জেলার বিভিন্ন রক্তদাতা ও রক্তযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা ও পরিচয় বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর রক্তদান সমাজ কল্যান সংস্থার উপদেষ্টা দৈনিক করতোয়া দিনাজপুর জেলা প্রতিনিধি শাহারিয়ার শহিদ মাহবুব হিরু।
দিনাজপুর রক্তদান সমাজ কল্যান সংস্থার সভাপতি রবিউল ইসলাম রাজুর সভাপতিত্বে ও রক্তদান সমাজ কল্যান সংস্থার সাধারন সম্পাদক মোঃ আশরাফুল ইসলামের সঞ্চালনে বক্তব্য রাখেন বিশেষ অতিথি বিরামপুর বøাড ব্যাংকের সদস্য এফ এইচ সেতু, দৈনিক ভোরের দর্পন দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃ সাহেব আলী, গেøাবাল টিভি দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃ রাকিবুল ইসলাম রাকিবসহ রক্তদান সমাজ কল্যান সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ।
প্রধান অতিথি শাহারিয়ার হিরু রক্তদাতারা মানবতার সেবক উল্লেখ করে বলেন, অসহায় ও মুমুর্ষ রোগীদের রক্তদান একটি মহৎ কাজ। এরাই সমাজের বিবেকবান মানুষের একটি অংশ। তিনি সকলকে রক্ত দেয়ার জন্য আহবান জানান।
দিনাজপুর রক্তদান সমাজ কল্যান সংস্থার সভাপতি রবিউল ইসলাম রাজু জানান, ২০২০ সালে রক্তদান সমাজ কল্যান সংস্থাটি আত্মপ্রকাশ ঘটে।তখন থেকে এই সংগঠন দেশের ১০টি জেলায় মুমুর্ষ রোগীদের বিনামুল্যে রক্তদান করে আসছি। এই সংস্থাটির একটাই লক্ষ্য রোগী ও অসহায় পরিবারের মুখে হাসি চাই। এ যাবৎ দিনাজপুরসহ ঢাকা, চট্রগ্রাম, বগুড়া, পঞ্চগড়, ঠাকুরগাও, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলায় প্রায় সাড়ে ৫ হাজার মুমুর্ষ রোগীকে বিনামুল্যে রক্তদান করেছেন। এই রক্তদান কর্মসুচী অব্যাহত থাকবে বলে তিনি জানান। ঈদ পুনর্মিলনী শেষে দিনাজপুর শহরের রামসাগর বিনোদন কেন্দ্রে রক্তদাতা ও রক্তযোদ্ধারা নিয়ে এক বনভোজন অনুষ্ঠিত হয়।