ঢাকাবুধবার , ২৩ আগস্ট ২০২৩
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

লাইট ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ানদের মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

মোফাচ্ছিলুল মাজেদ
আগস্ট ২৩, ২০২৩ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার
লাইট ইঞ্জিনিয়ারিং কারখানায় কর্মরত মালিক ও টেকনিশিয়ানদের স্কিলস্ ফর এ্যমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম এর আওতায় দক্ষ জনশক্তি তৈরি করতে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেলে স্থানীয় একটি চাইনিজ রেস্তরাঁয় কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
বাংলাদেশ সরকারের অগ্রাধিকার শিল্পখাত হিসেবে ঘোষিত লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পে দক্ষ জনশক্তি তৈরি করতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিপি ও স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম এর আওতায় বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে মতবিনিময় ও আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রাজু আহমেদ,  পরিচালক আনোয়ারুল হক আনসারী, পরিচালক ইসলাম আহমেদ বাবু, পরিচালক আবু হোসেন খোকন, বাইওয়া সেইফ প্রজেক্টের চীফ কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুর রহমান,  কো-অর্ডিনেটর মোহাম্মদ এনামুল হক খান, ফাহিম মোহাম্মদ শোয়েব। প্রশিক্ষণ কর্মশালায় দিনাজপুরের ৩৫০ জন প্রশিক্ষণার্থী অংশ নেবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।