ঢাকাবৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা- ফেসিং প্রকল্পের গণশুনানী অনুষ্ঠিত

মোফাচ্ছিলুল মাজেদ
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: দিনাজপুর সদর উপজেলার ২ নং সুন্দরবন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এক গণশুনানিতে সেবা গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়রানির অভিযোগ উত্থাপন করেছেন ইউনিয়নের বিভিন্ন স্তরের নারী সমাজ। ২৪ সেপ্টেম্বর সুন্দরবন ইউনিয়ন পরিষদ চত্বরে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মতিউর রহমান লিটন এর সভাপতিত্বে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। ডেমোক্রেসিওয়াচ এর জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা- ফেসিং প্রকল্পের অংশ হিসেবে জনপ্রতিনিধি, সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে গ্রাম বিকাশ কেন্দ্র – জিবিকে এই গণ শুনানির আয়োজন করে। শুনানিতে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্ব ভাতা ইত্যাদি সেবা প্রাপ্তির ক্ষেত্রে উপস্থিত নারী সমাজের অনেকে হয়রানির অভিযোগ উত্থাপন করেন। কেউ কেউ বলেন, ভিজিডি কার্ড যাদের পাবার কথা না তারা পায়। মাতৃত্বকালীন ভাতা আর্থিক অবস্থা যাদের ভালো তারাই পায়। অথচ এগুলো গরিব মানুষের পাবার কথা। স্বাস্থ্য কেন্দ্রে ওষুধ বিনা মূল্যে পাবার কথা। কিন্তু পাওয়া যায় না। ফেলানী নামের একজন অভিযোগ করেন যে, তিনি বয়স্ক ভাতা আবেদন করেছেন, পান নাই। ভাতার জন্য টাকা চায়।
আরজিনা নামের একজন বলেন, মাতৃত্বকালীন ভাতা জন্য টাকা দিলেও কার্ড পাই নাই। একজন আদিবাসী বলেন, এক বছর থেকে জন্ম নিবন্ধনের কার্ড এর ভুল সংশোধন করতে দৌড়াদৌড়ি করছি। কিন্তু সংশোধন হয় নাই।
এরকম নানান অভিযোগ উত্থাপিত হয় শুনানিতে। এইসব অভিযোগের জবাবে জনপ্রতিনিধি ও সেবাদান কারী প্রতিষ্ঠানে কর্মকর্তাদের কয়েক জন বলেন, অভিযোগ যেন না করতে হয় সেজন্য জনগণকে সচেতন হতে হবে। টাকা দিতে হবে সরকারের ফি অনুযায়ী। আর কাউকে অতিরিক্ত টাকা দেয়া যাবে না। নির্বাচিত প্রতিনিধি কিংবা সরকারি কর্মকর্তা সবাইকে নানা সীমাবদ্ধতার ভিতর দিয়ে কাজ করতে হয়। জনগণের চাহিদা অনেক, কিন্তু সরকারি বরাদ্দ কম।

গণ শুনানিতে সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মতিউর রহমান লিটন বলেন, মাত্র কয়েক মাস হলো চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। অনেক সীমাবদ্ধতার মধ্যে কাজ করছি। চেষ্টা করব সকলের সহযোগিতা নিয়ে সমস্যাগুলো সমাধানের।
গণ শুনানিতে আরো বক্তব্য রাখেন ফেসিং জেলা নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক আজহারুল আজাদ জুয়েল , ইউপি সদস্য বেলাল হোসেন ও রফিকুল আলম, উপ সহকারী কৃষি কর্মকর্তা এনামুল হক ও আব্দুল মতিন , ফেসিং প্রকল্পের জেলা সমন্বয়কারী সৈয়দ শহিদুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল আলীম, জিবিকের এরিয়া ম্যানেজার আবুল কাশেম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।